বাংলাদেশ এ আজ ইলেক্ট্রিসিটি যে অবস্থা।তাই এখন কম্পিউটারে কাজ করার সময় অনেক বার বিদ্যু চলে যায়।যার ফলে আপনার কাজ গুলো বন্ধ করতে হয়। কিন্তু xp তে আপনি চাইলে আপনার কাজ বন্ধ না করে কম্পিউটার বন্ধ করে যেতে পারবেন।এরপর যখন কম্পিউটার স্টার্ট করবেন কাজ গুলো আবার চলে আসবে। এর জন্য আপনাকে hibernate ফাংশন এক্টিভ করতে হবে।
hibernate করার নিয়মঃ প্রথমে আপনাকে administrative rights হিসেবে লগ অন করতে হবে।এরপর control panel এ গিয়ে power option এ যেতে হবে।তা না থাকলে Performance and Maintenance ক্লিক করলে এটি পাওয়া যাবে। এরপর hibernate ট্যাবে গিয়ে enablae hibernate ক্লিক করে ok করলে তা হয়ে যাবে। এখন hibernate করতে হলে task manager গিয়ে করতে হবে।