Thursday, July 2, 2009
অফিস ২০০৭ থেকে পিডিএফ তৈরী করা
পোর্টেবল ডকুমেন্ট ফরমেট বা পিডিএফ (PDF) এখন বেশ জনপ্রিয়। ফন্টের ঝামেলা না থাকাতে ওয়েব সাইটেও পিডিএফ ব্যবহৃত হচ্ছে। কিন্তু পিডিএফ তৈরী করার ঝামেলা বেশ পোহাতে হয়। মাইক্রোসফট তাদের অফিস ২০০৭ এ পিডিএফ তৈরীর সুবিধা দেবার কথা ঘোষণা করে পরে এডোবির আপত্তির করণে তা স্থগিত রাখে। তবে প্লাগইন্সের মাধ্যমে অফিস ২০০৭ থেকে সরাসরি পিডিএফ তৈরী করা যাবে। প্রথমে SaveAsPDFandXPS নামের প্লাগইন্স সফটওয়্যারটি মাইক্রোসফটের নিজস্ব ওয়েবসাইট http://office.microsoft.com থেকে বা http://freeoffice2007.50webs.com থেকে বিনামূল্যে ডাউনলোড করে ইনষ্টল করে নিন তাহলে দেখবেন অফিস বাটনের Save As -এ PDF or XPS অপশনটি এসেছে। এবার মাইক্রোসফট অফিস বাটনে ক্লিক করে Save As নির্বাচন করে PDF or XPS -এ ক্লিক করুন তাহলে Publish as PDF or XPS ডায়ালগ বক্স আসবে অথবা অফিস বাটনে ক্লিক করে Save As এ ক্লিক করে Save as type থেকে PDF নির্বাচন করুন এবং ফাইলের নাম দিয়ে সেভ করুন। মাইক্রোসফটও অফিস ২০০৭ এর সকল এ্যাপলিকেশন থেকে একই ভাবে পিডিএফ ফাইল তৈরী করা যাবে। এছাড়াও এখান ইচ্ছামত অনেক কিছুই পরিবর্তন করা যাবে এবং পিডিএফ (ডকুমেন্টে) পাসওয়ার্ড দেওয়া যাবে।