কম্পিউটার ব্যবহার করেন অথচ উইন্ডোজের নাম শোনেননি এমন লোক পাওয়া যাবে না। জনপ্রিয় অপারেটিং সিস্টেমের মধ্যে মাইক্রোসফটের উইন্ডোজ সবচেয়ে এগিয়ে। বাজরের মাইক্রোসফটের পণ্যের এতটাই চাহিদা যে একচেটিয়া বাজারের জন্য তাদেরকে বেশ কয়েকবার জরিমানা দিতে হয়। লিনাক্সের মত উইন্ডোজ কিন্তু উম্মুক্ত নয় তার পরেও সহজ এবং জনপ্রিয় এই অপারেটিং সিস্টেমটা বাংলাতে হোক এটা আমাদের সকলেরই চাওয়া। আমরাতো উইন্ডোজের পাইরেসি কপি ব্যবহার করে থাকি আর উম্মুক্ত এবং ফ্রি না হওয়াতে বাংলাতে উইন্ডোজ পাওয়ার সম্ভাবনাটা খুব কম। তারপরেও হঠাৎই বিসিএস কম্পিউটার সিটিতে আমার সামনে পেলাম উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ২ এর বাংলা ভার্সন। দামে সস্তা (৪০ টাকা) সিডিটা কিনে ইনষ্টল করে সত্যিই অবাক হয়। আমরা মাতৃভাষাতে এক্সপির সকল কিছু দেখা যাচ্ছে। অনেক দিনের অভ্যাস এবং পরিচিত শব্দগুলো বাংলাতে দেখে অনেক কিছুই বোঝা যায়নি প্রথম প্রথম। তবে সবকিছূ মিলিয়ে উইন্ডোজ এক্সপির বাংলা ভার্সন খুবই ভাল লেগেছে।
এটা আসলে বাংলা ভার্সন নয়। উইন্ডোজ এক্সপিতে বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাকেজ ইনষ্টল করলে সবকিছূ বাংলাতে হবে যা আগে অনান্য ভাষাতে করা গেলেও বাংলাতে যেত না। উইন্ডোজ ইনষ্টল করার পরে ইনষ্টল করা ড্রাইভে ActiveVision নামের ফোল্ডারে LIPSetup ফাইলটি ইনষ্টল করে কম্পিউটার পুনরায় চালু করলে সবকিছুই বাংলাতে পাওয়া যাবে। মাইক্রোসফটের এই বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাকটি আমাদের ব্যবহার উপযোগী করেছে এরিষ্টিক মোশন এর মার্কেটিং করেছে ব্রাদার্স কম্পিউটার্স।